প্রসঙ্গত, শনিবার রাতে পদপিষ্টের ঘটনার পর করুর ছেড়ে বেরিয়ে আসেন বিজয়। তিনি চেন্নাইয়ে চলে যান। এ ঘটনার অব্যবহিত পরেই করুর ছেড়ে অভিনেতার চলে যাওয়ার বিষয়টি জন-আক্রোশের কারণ হয়ে উঠতে পারে, এই আশঙ্কা করেই টিভিকে প্রধানের বাসভবন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। তার মধ্যেই বোমার হুমকি আসায় হুলস্থুল পড়ে যায়।তবে টিভিকে-র এক সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, করুরের ঘটনায় অত্যন্ত ব্যথিত দলীয় প্রধান বিজয়। এবং এতটাই শোকাহত যে, ঘটনার পর থেকে কিছু মুখে তোলেননি তিনি। ওই সূত্র আরও জানিয়েছে, নিরপেক্ষ তদন্ত চায় টিভিকে। সিবিআই তদন্ত অথবা আদালতের নজরদারিতে সেই তদন্তের আবেদন জানানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন বিজয়। করুর প্রশাসনের তরফে কোনো টিভিকে নেতাকে ঘটনাস্থল পরিদর্শনে না আসার পরামর্শ দিয়েছে। কারণ, তাতে পরিস্থিতি আরও বিগড়াতে পারে বলে আশঙ্কা তাদের।টিভিকে সূত্রের খবর,...