ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে পাঁচবাগ ইউনিয়নের দর্গাতলী বাজারে এ ঘটনা ঘটে।জানা যায়, উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়ন লামকাইন গ্রামের দর্গাতলী বাজারে ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ছিল। ওই অফিসে বসে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওইরাতে কে বা কারা অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। অফিস ভাঙচুরের ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দায়ী করছেন।খবর পেয়ে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয় পরিদর্শন করেছেন।এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি ছিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে অফিস ভাঙচুরের ঘটনা শুনেছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।পাগলা থানার...