বিশ্ব হার্ট দিবসে রাজশাহীতে ৩০০ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাথমিক ইসিজি, ব্লাড প্রেসার ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান করা হয়। সোমবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেবা দেওয়া হয়। এতে খুশি হৃদরোগীরা।এর আগে দিবসটি উপলক্ষে নগরীর বাকীর মোড়ে ফাউন্ডেশন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা বের করা হয়। এতে চিকিৎসক, সুধীজন, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং...