ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ফটোসেশনে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ঢাকায় কর্মরত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক সাংবাদিকদের এ কথা জানান।এক প্রশ্নে সারাহ কুক বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, নির্বাচনে সহায়তা দিতে চাই। এ ছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য।প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আলোচনার জন্য দেশের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করছে নির্বাচন কমিশন।সংসদ...