ঢাকা: ২০১৬ সালের পর থেকে সবচেয়ে বড় শরৎকালীন সেনা নিয়োগের ডাক দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ১ লাখ৩৫ হাজার জনকে নিয়মিত সামরিক সেবার জন্য ডাকার আদেশ দিয়েছেন তিনি।রাশিয়া প্রতি বছর বসন্ত ও শরৎকালে ১৮ থেকে ৩০ বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার আওতায় ডাকে।এই নিয়োগে যারা নির্বাচিত হয়, তাদের সাধারণত রাশিয়ার অভ্যন্তরে একটি সামরিক ঘাঁটিতে এক বছর সেবা দেওয়ার কথা। তবে, মাঝে মাঝে এই সেবাকালীন সৈন্যদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর খবরও পাওয়া গেছে।এই নিয়মিত নিয়োগ যুদ্ধকালীন সময়ে পরিচালিত ‘মোবিলাইজেশন’-এর সঙ্গে সম্পর্কিত নয়, যেখানে পুরুষদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণের জন্য ডাকা হয়।তবে যেসব সেনা সদস্য ইতিমধ্যে প্রশিক্ষণ শেষ করেছেন, তাদের ভবিষ্যতে যুদ্ধে অংশগ্রহণের জন্য ডাকার সম্ভাবনা বেশি।সোমবার জারি করা এক ডিক্রিতে পুতিন বলেছেন, ‘১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর এর মধ্যে রাশিয়ান ফেডারেশনের...