গাজার মানুষের ওপর ইসরায়েলের চলমান হামলা ও গণহত্যার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রতিরোধ গড়ে উঠেছে। হামাস বলেছে, ওয়েস্ট ব্যাংকের অ্যারিয়েল বসতি সংলগ্ন এলাকায় যে হামলা হয়েছে, তা এই মানবিক সংকটের সরাসরি প্রতিক্রিয়া। শেহাব নিউজ এজেন্সির প্রতিবেদনে রবিবার বলা হয়েছে, পূর্ব ক্বালকিলিয়ায় এই অভিযান প্রমাণ করে ফিলিস্তিনি জনগণের দৃঢ় সংকল্প যে তারা দখল ও ইহুদীকরণ পরিকল্পনা কখনো মেনে নেবে না। হামাস আরও জানিয়েছে, “অবস্থান যতদিন থাকবে, প্রতিরোধ চলতেই থাকবে।” হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই হামলা এমন এক পরিস্থিতিতে ঘটেছে যেখানে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা দৈনন্দিনভাবে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলি সেনারা অভিযানে নেমেছে। বিবৃতিতে বলা হয়েছে, “দখলদারদের অপরাধ, স্থানচ্যুতি নীতি এবং বসতি স্থাপনকারীদের দৈনন্দিন হামলা ফিলিস্তিনি জনগণের রাগ বাড়াবে এবং প্রতিরোধকে আরও শক্তিশালী করবে।” সংগঠনটি ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছে, তারা নিজেদের সারিতে একত্রিত হোক,...