গাজা নিয়ে শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পরিকল্পনা মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যথায় ইসায়েলের প্রতি তার পূর্ণ সমর্থন আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার বৈঠক শেষে প্রেস কনফারেন্সে এসব কথা বলেছেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে, ট্রাম্প-নেতানিয়াহুর আলোচনায় গাজায় শান্তি পরিকল্পনা সংক্রান্ত ২০ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। উভয়েই ২০ দফার সঙ্গে একমত পোষণ করেছেন। তবে হামাসের পক্ষ থেকে এখনো এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়নি। প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপেই সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং বর্তমান ‘যুদ্ধক্ষেত্রের সীমারেখা’ অপরিবর্তিত থাকবে। পরিকল্পনায় বলা হয়েছে, হামাসকে অস্ত্র আত্মসমর্পণ করতে হবে এবং তাদের আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা হবে। এছাড়া, ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও মৃত বলে ধারণা...