৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে নিজের পায়ে দাঁড়াতে না দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে আবারও দাবি করেছেন।ইরানের পরমাণু কর্মসূচি যে পুরোপুরি শান্তিপূর্ণ, সেই দাবি পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, ‘আমরা কখনোই পারমাণবিক অস্ত্র বা কোনো ধ্বংসাত্মক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি, করবও না।’ সাক্ষাৎকারে ইসরাইলি হামলা প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটিই প্রমাণ করে যে, ইসরাইল আক্রমণকারী। তেল আবিব আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে ইরানে হামলা চালাচ্ছে।’এদিকে রোববারই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অধীনে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। ইরান তার...