৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৪৮ বছর বয়সী খান ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসেন এবং প্রযুক্তি কোম্পানিকে কেন্দ্র করে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রফেসর ইউনূস তাকে বাংলাদেশের দ্রুত বিকাশমান ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান।আলেফ হোল্ডিংস-এর বোর্ড চেয়ারম্যান খান বলেন, দারিদ্র্য দূরীকরণে প্রফেসর ইউনূসের আজীবন প্রচেষ্টা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং এখনই মাতৃভূমিতে বিনিয়োগের উপযুক্ত সময়। খান প্রফেসর ইউনূসকে উদ্দেশ করে বলেন, আমি আপনার কাজের একজন বড় ভক্ত। আপনি আমাদের সবার জন্য জাতীয় গৌরব। পূর্বে জেপি মর্গান ও ক্রেডিট সুইসে বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ করা খান আলিবাবার ঐতিহাসিক আইপিও সফল...