ধর্মের নামে যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোয়নপ্রত্যাশী অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। দুর্গাপূজার সপ্তমীর দিনে সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী বন্দর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণের সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান আরও বলেছেন, ‘পূজার আনন্দ কিংবা ঈদের খুশি, কোনো একক সম্প্রদায়ের নয় বরং সবই বাঙালির যৌথ উৎসব। বাংলাদেশের মাটি বিভাজন চেনে না। এ মাটিতে সবার রক্ত-সবার অশ্রু মিশে আছে। ‘যে উৎসব মানুষের হৃদয়কে কাছে টানে, তা আর কোনোভাবেই রাজনীতির হাতিয়ার হয়ে উঠতে পারবে না’ উল্লেখ করে তিনি আরও বলেন,...