গরম বাড়ি বা অফিসে এসির ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত তা অনেকেই অবহেলায় ফেলে থাকেন। বিশেষ করে পুরোনো বা অনিয়মিতভাবে সার্ভিস করা এসি-তে সংক্ষিপ্ত সর্কিট, গ্যাস লিক বা ওভারহিটিং-এর কারণে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঝুঁকি দেখা দিতে পারে। তাই এসির বিস্ফোরণ ঠেকাতে এখনই নিচের ব্যবস্থা গ্রহণ করা জরুরি, বলছেন প্রযুক্তি ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। * এসি থেকে ধোঁয়া, আগুন বা অস্বাভাবিক গন্ধ পেলে দ্রুত বিদ্যুৎ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যেতে হবে। * নিয়মিত মাসিক/বার্ষিক সার্ভিস, সঠিক ইলেকট্রিক্যাল সংযোগ ও ভাল মানের সার্ভিসিং যন্ত্রাংশ ব্যবহার করাই প্রধান প্রতিরোধ। বিশেষজ্ঞদের মতে সাধারণত নিচের কারণে এসি-তে আগুন বা বিস্ফোরণের সম্ভাব্যতা বাড়ে: পুরনো ক্যাপাসিটার বা কম্প্রেসরের ত্রুটি, অ্যানা-প্রপার ইলেকট্রিক্যাল সংযোগ, পাওয়ার সারজ (voltage spike), রেফ্রিজারেন্ট বা গ্যাস লিকেজের সাথে...