বন্ড লাইসেন্স ছাড়াই শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ এখন থেকে বন্ড লাইসেন্স না থাকলেও শুল্কমুক্ত উপায়ে কাঁচামাল আমদানি করতে পারবেন রপ্তানিকারকরা। নির্ধারিত শর্ত মেনে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানি করা যাবে এসব কাঁচামাল। সম্প্রতি আংশিক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ এক নীতি সহায়তা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন সক্ষমতা পূর্ণমাত্রায় কাজে লাগাতে পারবে, রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নিতে সক্ষম হয় না উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, এসব প্রতিষ্ঠানকে সহায়তা দিতেই এ নীতিগত সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠান আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ধারিত শুল্ক ও কর পরিশোধের পরিবর্তে একই মূল্যের একটি ব্যাংক গ্যারান্টি...