গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গাজায় ইসরায়েলের হামলা চলছে। তার মধ্যেই ট্রাম্পের আমলে তার আমন্ত্রণে সোমবার চতুর্থবারের মতো হোয়াইট হাউজে সফর করছেন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ২১ দফা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা। এর মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করছেন ট্রাম্প। সোমবার হোয়াাইট হাউজের ওভাল অফিসে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার সময় ট্রাম্প গণমাধ্যমকে বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে তিনি “আত্মবিশ্বাসী” হোয়াইট হাউজে সাংবাদিকরা চিৎকার করে কিছু প্রশ্ন করছিলেন। এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, “গাজায় শিগগিরই শান্তি আসবে এ বিষয়ে আপনি কি আত্মবিশ্বাসী?” জবাবে ট্রাম্প উত্তর দেন, “আমি খুবই আত্মবিশ্বাসী।” ওভাল অফিসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক হলেও তা ছিল রুদ্ধদ্বার বৈঠক। ফলে...