বিহিত পূজা ও নানা অনুষঙ্গে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। সোমবার নারিন্দা পূজাম-পণ্ড শারদীয় দুর্গোৎসব জমে উঠেছে। পাঁচদিনের এই উৎসবকে ঘিরে সারাদেশে এখন আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। শারদীয় দুর্গোৎসবের ™ি^তীয় দিন সোমবার মহাসপ্তমীতে ভক্ত, পূজারী ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল সারাদেশের ৩৩ হাজার ৩৫৫টি পূজাম-প। ম-পে ম-পে এদিন ছড়িয়ে পড়েছিল উৎসবের বারতা।তৃতীয় দিন আজ মঙ্গলবার মহাষ্টমী ও সন্ধিপূজা।রামকৃষ্ণ মিশনসহ বেশ কয়েকটি পূজাম-পে একই সঙ্গে কুমারী পূজাও আয়োজিত হবে। অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। আজ ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপাচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়।মহাসপ্তমীর দিনে সোমবার সকালে ম-পে ম-পে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সকাল ৮টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ অনুষ্ঠিত হয়। এরপর দেবীর...