আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে 'সংকটময় সময়ে' বাংলাদেশ সফর অব্যাহত রাখতে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে হোটেলে শীর্ষ মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা সফর চালিয়ে যান। প্রতিবার আপনারা আসলে চাপা পড়ে যাওয়া ইস্যুগুলো সামনে আসে। বলা যায় আপনারাই মানুষের কণ্ঠস্বর।' রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে এই বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। প্রফেসর ইউনূস প্রতিনিধিদলকে বাংলাদেশে আসন্ন নির্বাচন, গুরুত্বপূর্ণ খাতে চলমান সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার উদ্বেগ নিরসনে নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, 'আমরা পুরোপুরি ভেঙে পড়া একটি ব্যবস্থা দিয়ে শুরু করেছিলাম। আমরা জাতিসংঘ মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানিয়েছিলাম গত বছরের হত্যাকাণ্ডগুলো তদন্ত করতে এবং তাদের...