জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দিনের প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে বরিশালের। সব উইকেট হারিয়েও মাত্র ১০৬ রানের বেশি করতে পারেনি বিভাগটি। এই অল্প রান তাড়ায় বেশি সময়ক্ষেপণ করেনি প্রতিপক্ষ রংপুর। অনিক সরকার সেতুর ফিফটিতে ১৩.৩ ওভারেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের কাছে হার মেনেছে রাজশাহী বিভাগ। মুমিনুল হক ও শাহাদাত দীপুর ৪৫ রানের ইনিংসের সুবাদে চট্টগ্রাম করে ৬ উইকেটে ১৫৫ রান। তার জবাবে নেমে ৮ উইকেটে ১২৫ রান তুলতে পারে রাজশাহী। তাতে ৩০ রানের ব্যবধানে ম্যাচ জেতে চট্টগ্রাম। সিলেট আউটার স্টেডিয়ামে বরিশালের ইনিংসে ছোবল হানেন গত এনসিএল ও বিপিএলে ফিক্সিং-সংক্রান্ত আলোচনার জন্ম দেওয়া পেসার আলাউদ্দীন বাবু। ১৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া নাসির হোসেন নেন ২ উইকেট। সর্বোচ্চ ২৭ রান আসে ফজলে মাহমুদ...