যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ২০২৫ সালের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী জোহারান মামদানি জয়ী হন, তাহলে তিনি শহরের জন্য ফেডারেল সহায়তা বন্ধ করতে পারেন। ট্রাম্প, যিনি নিজেও একজন নেটিভ নিউ ইয়র্কার, তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশিয়ালে লিখেছেন, “আমাদের একসময়ের মহান শহরের ইতিহাসে কোনো মেয়রেরই ওয়াশিংটনের সঙ্গে এমন সমস্যা হয়নি।” তিনি মামদানিকে, যিনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশালিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন, ভুলভাবে “স্বঘোষিত কমিউনিস্ট” হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন যে মামদানি “নকল কমিউনিস্ট প্রতিশ্রুতিগুলো” পূরণের জন্য ফেডারেল সম্পদের উপর নির্ভর করবেন এবং সতর্ক করেছেন, “তিনি এগুলো একটুও পাবেন না।” ইতিহাসে ট্রাম্প প্রমাণ করেছেন যে তিনি রিপাবলিকান-নেতৃত্বাধীন এলাকায় ফেডারেল সাহায্য দ্রুত পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন এলাকায় তা তুলনামূলকভাবে দেরিতে হয়। এর পাশাপাশি ট্রাম্প...