ভারত চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে রবিবার পর্দা নেমেছে টি২০ এশিয়া কাপের। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফাইনাল শেষে বিসিবি সভাপতিকে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন ব্যাটিংয়ে উন্নতির করার কথা। মূলত এই আসরে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। টাইগাররা বল হাতে ভালো পারফরম্যান্স করলেও দেখা গেছে ব্যাটিং ব্যর্থতা। সেদিকটাতেই উন্নতি করার কথা বলেছেন গম্ভীর।ফাইনাল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার। সেই যোগ্যতাও ছিল। তারপরও সামনে এগিয়ে যেতে হবে। দলটা নতুন, প্রতিদিন উন্নতি করছে। মাত্র গৌতম গম্ভীর একটা পরামর্শ দিল আমাকে- আমাদের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তার সঙ্গে একমত।’ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের কাছে হেরে ছিটকে...