৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম বিশ্বব্যাপী প্রতিভাবান তরুণ পেশাজীবীদের আকর্ষণ করতে চীন চালু করছে একটি নতুন ভিসা প্রোগ্রাম- ‘কে-ভিসা’। আগামীকাল (১ অক্টোবর) থেকে কার্যকর হতে যাওয়া এ কর্মসূচিটি মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) খাতে দক্ষ জনবলকে টার্গেট করে তৈরি।চীনের ‘কে-ভিসা’ আবেদনকারীদের স্পনসর ছাড়াই দেশটিতে বসবাসের সুযোগ দেবে। এ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি বসবাস, কর ছাড়, আবাসন সহায়তা, প্রশাসনিক সহায়তা এবং পরিবারের সদস্যদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।বিশ্লেষকরা বলছেন, চীনের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিপরীত পথে হাঁটার একটি কৌশল, যেখানে অভিবাসন এবং বিদেশি প্রতিভা আনার প্রক্রিয়া আরো কঠিন হয়ে উঠছে।ট্রাম্পের নতুন এইচ-১বি নীতি : যুক্তরাষ্ট্রে বিদেশি প্রযুক্তি কর্মীদের জন্য বহুল আলোচিত এইচ-১বি ভিসা প্রোগ্রাম সম্প্রতি বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। গত ১৯...