বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে এবার নারী দলের কোচ করা হয়েছে। এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে তিনি হেড কোচের দায়িত্ব পালন করবেন। সম্প্রতি তিনি পুরুষ অ-২৩ দলের হেড কোচ ছিলেন। যদিও সেই দলের মূল চাবিকাঠি ছিল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, আর সেটা বাস্তবায়ন করেছেন তার সহকারী হাসান আল মামুন। বাংলাদেশ সিনিয়র নারী দলের হেড কোচ বৃটিশ পিটার বাটলার। তিনি অ-২০ দলকেও কোচিং করান। সাফ অ-১৭ টুর্নামেন্টে হেড কোচ ছিলেন বাটলারের সহকারী মাহবুবুর রহমান লিটু। এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প পুরোদমে শুরু হওয়ায় লিটুর আগামী মাসে অ-১৭ দলের সঙ্গে যাওয়া সম্ভব নয়। এজন্য বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর টিটুকে দায়িত্ব দিয়েছে। টেকনিক্যাল ডিরেক্টর টিটু মূলত টেকনিক্যাল কমিটির অধীনে। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন বলেন, ‘নারী উইং থেকে টেকনিক্যাল ডিরেক্টরকে চাহিদা...