৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এ শিল্পের সামান্য অস্থিরতাও হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব ফেলে। সম্প্রতি নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার সিদ্ধান্তটি এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। একের পর এক পোশাক কারখানা বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে, কারণ এটি বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক শিল্পায়নের একটি প্রধান চালিকাশক্তি। কারখানা বন্ধ হলে রফতানি আয় কমে যায়, বেকারত্ব বাড়ে এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন শিল্প ও সেবামূলক খাত ক্ষতিগ্রস্ত হয়, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়। গত বছরের ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদার গ্রেফতার হলে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। মালিকের অনুপস্থিতিতে কারখানাগুলোতে টালমাটাল পরিস্থিতি বিরাজ...