৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউপিডিএফের সন্ত্রাসী হামলা, হত্যাযজ্ঞ, মসজিদসহ বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেছেন, দেশের রাষ্ট্রের ভৌগোলিক অখ-তা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরো বাড়াতে হবে। ধর্ষকদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেও আধিপত্যবাদী ইন্ডিয়ার ভাড়াটে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলেছে। এদেশের একদল ইন্ডিয়াপন্থি বামও সহিংসতার উসকানি দিচ্ছে, যা নিন্দনীয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ : খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউপিডিএফের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা বাংলাদেশ...