৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এএম শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে খোরশেদ আলম (৫৫)-এর কুঠারাঘাতে গুরুতর আহত হয়েছেন তার মা ওমেছা বেওয়া (৮০)। তিনি উপজেলার ধানশাইল গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯সেপ্টেম্বর) সকালে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ছেলে খোরশেদ তার মা ওমেছা বেওয়াকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতাল থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার রাতেই ঘাতক ছেলে খোরশেদকে পুলিশ আটক করে।...