অনেক আগেই মা-বাবাকে হারিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রতিটি মুহূর্তেই তাদের অভাব অনুভব করেন তিনি। তবে শারদীয় দুর্গাপূজার সময়ে সেই শূন্যতা যেন আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন অপু বিশ্বাস। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশে পূজার আনুষ্ঠানিকতা চললেও তিনি উৎসবের ভিড় এড়িয়ে একেবারেই ঘরে সময় কাটাতে চান। অপু বিশ্বাস জানান, “কোথাও যাব না, বাসাতেই থাকব। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মিস করি, কিন্তু পূজার সময়টা কষ্টটা আরও বেশি হয়।” শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমার বেড়ে ওঠা বগুড়াতে। পূজার সময় বাবা, মা, কাকা আর আত্মীয়-স্বজনদের সঙ্গে আনন্দে কাটত দিনগুলো। তখন আমাদের বাড়ি উৎসবের আমেজে মুখর থাকত।” ভক্তদের...