৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল সীমান্ত অঞ্চল। দুর্গম পাহাড়, ঘন জঙ্গল আর ভারত-মিয়ানমার সীমান্তঘেঁষা অবস্থান এই অঞ্চলকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। যে এই পাহাড়কে নিয়ন্ত্রণ করবে, সে-ই আসলে বঙ্গোপসাগরের প্রবেশদ্বার এবং ভারতের অতি দুর্বল উত্তর-পূর্বাঞ্চলের করিডোরকে প্রভাবিত করতে পারবে। কিন্তু স্বাধীনতার সূচনা থেকেই এই পাহাড় রয়ে গেছে অস্থিরতা, যেখানে বিচ্ছিন্নতাবাদী স্বপ্ন, বিদেশি প্রভাব আর জাতীয় আত্মত্যাগ বারবার মুখোমুখি হয়েছে। এই বিশ্বাসঘাতকতা শুরু হয় মুক্তিযুদ্ধের সময়েই। যখন বাঙালিরা জীবন দিয়ে স্বাধীনতার জন্য লড়ছিল, তখন পাহাড়ি অভিজাতদের একাংশ পাকিস্তানি সেনাদের সহযোগী হয়েছিল। তারা সুযোগ দেখেছিল বিশৃঙ্খলার মধ্যে অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ নেওয়া এবং নিজেদের আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তুতি নেয়ার। বাংলাদেশের জন্ম তাদের কাছে একীভূত বিজয় নয়, বরং নিজস্ব...