৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বেশ কিছুদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এমন দুটি উক্তি করেছেন যে দুটি উক্তিতে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের মনের কথা প্রতিধ্বনিত হয়েছে। তারেক রহমান বলেছেন, ‘জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আগমন ঘটতে পারে। তাই দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব এখন আমাদের সবার।’ গত শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার ঘর। এই ঘরে ১৫-১৬ বছর ধরে ডাকাত পড়েছিল, জনগণ তাকে বিতাড়িত করেছে। এখন দেশ পুনর্গঠনের সময়।’ তিনি আরো বলেন, স্বাধীনতার পর একদলীয় শাসন ও স্বৈরতন্ত্র...