৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে দায়িত্ব পালনকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই কথা জানান। তিনি বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়তা প্রদান করতে চায়। বিশেষ করে, ভোটগ্রহণে কাজ করা পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহী তারা। বৈঠক শেষে সারাহ কুক বলেন, সিইসির সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। আগামী জাতীয় নির্বাচন ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টাকে কয়েক মাস আগে এবং আজ সিইসিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। আমি আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনঃব্যক্ত করেছি।...