৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম রাঙামাটির বাঘাইছড়িস্থ সাজেক ইউনিয়নের বাঘাইহাট জোনের আওতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বাঘাইহাট পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মনিরুল ইসলাম (পিপিএম বার) পি এস সি। সোমবার রাত ৮.০০ টায় পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর নাহিদ, স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বার দয়া ধন চাকমা, সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পূজা কমিটির সভাপতি বাসু দেব এর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জোন কমান্ডার। জোন কমান্ডার বলেন পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও উৎসবের পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা...