৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের অন্যতম সদস্য ইউনিক ইস্টার্ন লিমিটেডের মালিক নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ টাকার সংঘবদ্ধ প্রতারণার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংঘবদ্ধ প্রতারণার অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে গত রোববার মানিলন্ডারিং আইনে ডিএমপির গুলশান থানায় মামলা দায়ের করেছে সিআইডি। মানিলন্ডারিং নিয়ে সিআইডির অনুসন্ধানে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলী ও তার জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডসহ অপরাপর অভিযুক্তরা মালয়েশিয়ায় প্রেরণকৃত প্রতি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করেছেন। অনুসন্ধানকালে আরো জানা যায়, অভিযুক্তরা ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২...