৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিশ্ব নদী দিবস উপলক্ষে নদ-নদী রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী আজ মারাত্মক সংকটে পড়েছে। খরা মৌসুমে রাজশাহীর পদ্মা নদী প্রায় পানিশূন্য হয়ে যায়, নদীগুলো শুকিয়ে চরে পরিণত হয়। এতে সেচব্যবস্থা ভেঙে পড়ে এবং কৃষকরা বিপর্যয়ের মুখে পড়েন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তারা মন্তব্য করেন। বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবশালীরা পদ্মা নদীর দীর্ঘ অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছে। পাশাপাশি চলছে অবৈধ বালু উত্তোলন। ইতিমধ্যে পদ্মার প্রায় ১৭...