বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, দেশে দ্রুত সময়ের মধ্য নির্বাচিত সরকার না আসলে একটা অর্থনৈতিক বিপর্যয় চলে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। তিনি বলেন, দেশে অতিসত্ত্বর নির্বাচিত সরকার না আসলে অর্থনীতির যে অব্যবস্থাপনা আছে সেখানে একটা বিপর্যয় চলে আসবে। আপনারা দেখছেন দেশি-বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগ করছে না। কারণ তারা এখন নিরাপদ বোধ করছেননা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে যানজটমুক্ত নগরীর লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে এক মানবন্ধনে এসব কথা বলেন ব্যারিস্টার অসীম। নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটান। সেই নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র গঠনের সুযোগ পায় তাহলে নাগরিকের সব চাহিদা পূরণে কাজ করা হবে। নাগরিক...