নেপাল ক্রিকেটে এক ঐতিহাসিক দিন। স্বপ্নেও হয়তো তারা কল্পনা করেনি, এমন কোনো একটি দিন তাদের হাতে ধরা দেবে। ওয়েস্ট ইন্ডিজ, যারা টি-টোয়েন্টিতে ২ বার বিশ্বচ্যাম্পিয়ন। দলটির ক্রিকেটাররা যে কোনো ফ্রাঞ্জাইজি লিগে সবচেয়ে বেশি আলোড়ন তোলেন, সেই দলটিকেই কি না নাকানি-চুবানি খাইয়ে ছাড়ছে নেপালের মতো ক্রিকেটে `পুঁচকে‘ একটি দেশ! শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওটাই ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম কোনো টি-২০ ম্যাচে জয় নেপালের। তবে তাদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। যা আজ মঞ্চস্থ করলেন নেপাল ক্রিকেটাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে। তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো নেপালিরা। প্রথমে ব্যাট করতে নেমে নেপাল সংগ্রহ করে ৬ উইকেট হারিযে ১৭৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ...