যুবদল নেতা শামীম হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জেলার একেএএম মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গত ১৮ জুন মধ্যরাতে মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শামসুল আলমকে গ্রেপ্তার করে। পরে তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। ওইদিন বিএনপির মহাসমাবেশে হামলা হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে নিহত হন যুবদল নেতা শামীম। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ওই বছর ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় এই মামলা করা হয়। সেই মামলায় প্রায় সাড়ে তিন...