বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। বিশাল জনসংখ্যার কারণে দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশে পরিণত হলেও, সাম্প্রতিক সময়ে নানা অভ্যন্তরীণ সংকটে পর্যদুস্ত ভারত যার মধ্যে অন্যতম বিচারিক কার্যক্রম। ভারতের প্রাচীন ও মর্যাদাপূর্ণ আদালতগুলোর একটি হলো এলাহাবাদ হাইকোর্ট। এখন আদালতটি আলোচনায় রয়েছে সম্পূর্ণ এক ভিন্ন কারণে। এখানে বর্তমানে দশ লাখেরও বেশি মামলা ঝুলে আছে। ফৌজদারি বিচার থেকে শুরু করে জমি ও পারিবারিক বিরোধ, এ ধরনের বিভিন্ন মামলা দশকের পর দশক ধরে আটকে আছে। ফলে আদালতটি এখন দেশের সবচেয়ে অতিরিক্ত চাপের আদালতগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে। আর এ কারণে উত্তরপ্রদেশের হাজারো মানুষ আইনগত অনিশ্চয়তায় আটকে আছেন। এলাহাবাদ আদালতের এই সংগ্রাম ভারতের বিচারব্যবস্থার বৃহত্তর সংকটকেই যেন তুলে ধরেছে। কারণ আদালতে খুব কম বিচারক এবং ক্রমাগত মামলার চাপ দীর্ঘমেয়াদি বিলম্ব সৃষ্টি করছে। আদালতের অনুমোদিত...