শেষ মুহূর্তে গোল করে আর্সেনালকে অবিস্মরণীয় জয় উপহার দিয়েছেন গাব্রিয়েল মাগালিয়াইস (মাঝে) ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। রবিবার প্রতিপক্ষের মাঠে ৮৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল মিকেল আর্তেতার দল। শেষদিকে হেডে মিকেল মেরিনো ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে সেন্ট জেমস পার্ক থেকে জয় নিয়ে ফেরে আর্সেনাল। নিউক্যাসলের ব্যবধান কমানো গোলটি করেন নিক ওলতেমেড। আর্সেনালের এই জয়ে দলের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন স্প্যানিশ কোচ। লা লিগায় দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শিরোপাধারীরা উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। আলভারো ওদ্রিওসোলার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন ডিফেন্ডার জুল কুন্দে। দ্বিতীয়ার্ধে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। সেটাই দলকে এনে দেয় তিন পয়েন্ট।ইপিএলে জয়ে যে শিক্ষা...