‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ উপলক্ষে সারাদেশে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এই ২২ দিন ইলিশের ডিম ছাড়া ও প্রজননের সময়। তাই এ বছর ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে।এ সময় ইলিশ প্রধান অঞ্চলের প্রায় ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলে পরিবারকে ভিজিএফ (চাল) দেওয়া হবে। প্রতি পরিবারের জন্য বরাদ্দ থাকবে ২৫ কেজি করে চাল।সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এবং সারাদেশে ইলিশের প্রাপ্যতা, আহরণ, মূল্য এবং রপ্তানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এই...