৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের তিন সন্তানের নামে থাকা থাইল্যান্ডের সাতটি কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। গতকাল (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। জয়নুল হকের তিন সন্তান হলেনÑ রন হক সিকদার, রিক হক সিকদার ও পারভীন হক সিকদার। তাদের নামে থাইল্যান্ডে হোটেল, রেস্টুরেন্ট ও হোল্ডিং কোম্পানিসহ সাতটি কোম্পানি রয়েছে যেখানে মোট বিনিয়োগ থাই মুদ্রা ৩৫ কোটি ৩০ লাখ বাত। দুদকের পক্ষে এই আবেদন করেন সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। দুদকের আবেদন সূত্রে জানা যায়Ñ সাত সদস্যের সমন্বয়ে একটি তদন্ত দল সিকদার গ্রুপ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে। তদন্তকালীন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে, আসামিগণ তাদের অস্থাবর ও স্থাবর...