কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।ড. ইউনূস বলেন, ‘কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কে কার হয়ে কাজ করছে, আমরা জানি না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী আছে বাংলাদেশে এবং দেশের বাইরে।’তিনি আরও বলেন, আগামী কয়েক মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার সব ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও একটি সুষ্ঠু নির্বাচন করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো আগামী অক্টোবরের মধ্যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে। এই সনদে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।তিনি জোর দিয়ে বলেন, ‘যতটা সম্ভব বেশি সংস্কার নিশ্চিত করার জন্য...