ইউরোপের দেশ ইতালিতে আছে এমন এক রহস্যময় ভুতুড়ে দ্বীপ, যা নিয়ে প্রচলিত রয়েছে নানা লোমহর্ষক ঘটনা। রীতিমতো রূপকথার গল্পের বুনন রয়েছে দ্বীপটি নিয়ে। কারণ ওই দ্বীপ ঘিরে যত রহস্যময় কথা শোনা যায়, সেগুলো কতটা সত্যি তার কোনো প্রমাণ নেই। দ্বীপের নামটাও ভয়ংকর, ‘মৃত্যু দ্বীপ’। তবে এর আসল নাম ‘পোভেগ্লিয়া আইল্যান্ড’। এটি ইতালির শহর ভেনিস এবং লিডোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে, এই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসে না। তাই এর নাম ‘মৃত্যু দ্বীপ’। দ্বীপটি এখন জনশূন্য। কেউই থাকে না সেখানে। এমন নানা অলৌকিক কাহিনি আবর্তিত এ দ্বীপটি ঘিরে। বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। মহামারী থেকে বাঁচতে ভয়ংকর কাণ্ড ঘটায় ইতালি সরকার। প্রায় ১...