বিনয় মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। দয়াময় আল্লাহর প্রকৃত বান্দা হতে চাইলে জীবনের সর্বক্ষেত্রেই প্রয়োজন বিনয়। ইবাদত-বন্দেগি থেকে শুরু করে ঘরে-বাইরে সবার সঙ্গেই বিনয়ী আচরণ করা অপরিহার্য। আল্লাহতায়ালার সন্তুষ্টি কামনায় নিজেকে যে বিনয়ী করবে, দুনিয়া ও আখেরাতে সে সম্মানিত ও মর্যাদাবান হবে। রাসুল (সা.) মানুষের মাঝে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ছিল তার বিনয়ী স্বভাব। তার আচার-ব্যবহার ছিল বিনয় ও নম্রতার প্রকৃষ্ট উদাহরণ। কোমল আচরণে তিনি মানুষকে আপন করে নিতেন। সমাজের প্রত্যেক শ্রেণির মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। আল্লাহর রাসুলের বিনয় ও নম্রতা সম্পর্কে কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। আপনি যদি রূঢ় ও কঠোরচিত্ত হতেন, তবে তারা আপনার কাছ থেকে সরে পড়ত।’ (সুরা আলে ইমরান ১৫৯) বিনয়ের গুণে গুণান্বিত হওয়া মুমিন বান্দাদের কর্তব্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে...