৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম চব্বিশের মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো: গোলাম মর্তুজা নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল এ নির্দেশ দেন। দুই আ’লীগ নেতা হলেনÑ যথাক্রমে : মো: সোহেল রানা ও মো: শাহ আলম। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ২৫ সেপ্টেম্বর গ্রেফতার হন তারা। এর মধ্যে সোহেলের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় ও শাহ আলমের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রয়েছে। তবে দু’জনই জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় সংঘটিত হত্যাযজ্ঞ ও নৃশংসতার সঙ্গে জড়িত বলে জানিয়েছে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করা হয়। গতকাল প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অ্যাড. আব্দুল্লাহ আল নোমান। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান...