আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স রবিবার ফক্স নিউজকে জানিয়েছেন, ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। তবে সরাসরি নয় তৃতীয় কোনো দেশের মাধ্যমেই ইউক্রেনকে টমাহক দিতে চায় আমেরিকা।ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য টেলিগ্রাফসহ বেশ কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট নাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে বিশেষভাবে এই ক্ষেপণাস্ত্রের জন্য অনুরোধ করেছিলেন।ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে, ট্রাম্প এই ধারণার বিরোধিতা করেননি এবং কিয়েভের পক্ষ থেকে মার্কিন-নির্মিত অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও তিনি ইতিবাচক ছিলেন।তবে বৈঠকে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি ট্রাম্প।এর আগে অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার বিপক্ষে ছিলেন।টমাহক ক্ষেপণাস্ত্র অন্যান্য ন্যাটো সদস্য দেশের...