এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গাজীপুরের ভোগড়ায় (ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক) ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ চালু করেছে। এই সেন্টার থেকে চীনা বাণিজ্যিক বাহনগুলোর জন্য বিশেষায়িত সার্ভিসিং সুবিধা প্রদান করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশে বাণিজ্যিক বাহনের চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই চাহিদা পূরণ করছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ি। অটোমোবাইল খাতে বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে এনার্জিপ্যাক ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ -টি চালু করেছে। এনার্জিপ্যাকের এ সার্ভিস সেন্টার হবে দেশের সর্বপ্রথম ও সবচেয়ে বড় চীনা গাড়ির সার্ভিস সেন্টার। এখানে পাওয়া যাবে আসল সব স্পেয়ার পার্টস। শুধু বাস-ট্রাক, পিকআপ নয়, চীনা নির্মাণ যন্ত্রপাতিও এখানে সার্ভিসিং করানো যাবে। এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ বলেন, “বাংলাদেশের অটোমোবাইল খাত দ্রুত বাড়ছে, যার ফলে আমরা...