‘পাহাড়ে সহিংসতা হলে সব সরকারের অস্বীকারের ধারা একই’ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, পাহাড়ে সহিংসতা হলে সব সরকারের অস্বীকারের ধারা একই। কখনোই তদন্ত হয় না, কারণ এসব ক্ষেত্রে স্থানীয় নেতারা জড়িত থাকে।সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'সহিংসতার কালক্রম: রামু বৌদ্ধমন্দির হামলা থেকে ১৩ বছর এবং গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের সহিংসতা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।সরকারের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, রামুর ঘটনার সময় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটি জামায়াত-বিএনপির একটি ষড়যন্ত্র, যেন যুদ্ধাপরাধের বিচারের চেষ্টা ব্যাহত হয়। আজ যখন খাগড়াছড়ি জ্বলছে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটি "মেড ইন ইন্ডিয়া"। এই অস্বীকারের ধারা একই— তারা কখনোই তদন্ত করে না, কারণ প্রায়শই এতে তাদের নিজেদের স্থানীয় নেতা জড়িত থাকে।তিনি বলেন, সহিংসতা...