৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নিইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের হেনস্তার ঘটনায় সরকারি প্রটোকলের দুর্বলতা, মিশনের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা মিশনে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহারসহ শাস্তির আওতায় আনা হতে পারে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর উপযুক্ত ব্যবস্থা নেয়া হতে পারে। ওই কর্মকর্তা জানান, সবকিছুই মনিটরিং করা হচ্ছে। কার কী দায়িত্ব ছিল, কে কী করেছে বা করছে সেগুলো খুবই সিরিয়াসভাবে নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন দেশি- বিদেশি মিডিয়ায় প্রকাশিত খবরগুলো নিখেুঁতভাবে বিশ্লেষণের কথা জানিয়ে ওই কর্মকর্তা জানান, কারো কোনো দুর্বলতা বা গোপনীয়তা ফাঁসের ব্যাপারে যে সব খবর বিভিন্ন...