৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বলিউডে ১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন সাইফ আলী খান। তবে শুরুটা তার জন্য খুব সহজ ছিল না। একের পর এক ছবিতে দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে। সম্প্রতি ‘এসকোয়ার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের প্রথম দিকের এক অদ্ভুত ঘটনার কথা স্মরণ করেছেন এই অভিনেতা। সাইফ জানান, এক নারী প্রযোজক তাকে শর্ত দিয়েছিলেন প্রতিবার সাপ্তাহিক পারিশ্রমিক হিসেবে এক হাজার রুপি নেওয়ার সময় তার গালে ১০ বার চুমু খেতে হবে। সিনেমার জগতে অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে হওয়ায় কিছু সুযোগ তিনি পেয়েছিলেন ঠিকই, তবে তা খুব সহজ পথ ছিল না বলেও জানান তিনি। তিনি আরো বলেন, “অনেকে বলত, তুমি ভাগ্যবান, এত সুযোগ পেয়েছো। কিন্তু...