৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ-আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত গণসংবর্ধনায় যে বক্তব্য রেখেছেন, তা দেশে-বিদেশে আলোচনা-সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। তিনি অপ্রাসঙ্গিকভাবে ভারতকে বাংলাদেশ-আক্রমণের আমন্ত্রণ জানিয়েছেন এবং ভারতের মোকাবিলায় কী করবেন, তার রূপরেখা বর্ণনা করেছেন। তিনি ভারতকে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য দোয়া করেছেন এবং ৫০ লাখ যুবক ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেছেন। রণকৌশল বর্ণনায় জানিয়েছেন, যোদ্ধা যুবকদের দু’ভাগে বিভক্ত করে এক ভাগকে গেরিলা যুদ্ধে নিয়োজিত করা হবে। অন্যভাগ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করবে। কেন এই আক্রমণের জন্য দোয়া ও যুদ্ধপরিকল্পনা, তাও তিনি বলতে বাকি রাখেননি। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা না হওয়ার যে দুর্নাম তাদের রয়েছে, তা ঘুচিয়ে প্রকৃত...