হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহলদলের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ (কসমেটিকস), একটি ট্রাক জব্দ হয়েছে। সোমবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। জানা গেছে- হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌকস বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবির টহলদল কর্তৃক পরিচালিত আকষ্মিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩১ লাখ ৪১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ (কসমেটিকস) এবং একটি ট্রাক জব্দ করতে সক্ষম হয়। বিজিবির ওই চৌকস টহলদল জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ওই পরিমাণ পণ্য জব্দ করে। অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির...