প্রতিবন্ধী কিশোর রাজু, তাঁর বিধবা মা ফাতেমা বেগম ও হাফেজি মাদ্রাসা পড়ুয়া ছোট্ট বোনের জীবিকার যোগান দেওয়ার অবলম্বন সাতটি দোলনা পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। মায়ের হাতের তৈরি এই দোলনাগুলো ছিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি সৈকতে আসা পর্যটকদের বিনোদনের খোরাক। যে যা দিতেন তাই দিয়ে তাঁদের সংসারের ভরণ-পোষণ চলছিল। দোলনা পোড়ানোর বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। সৈকতের বেলাভূমে ঝাউ গাছের সঙ্গে ঝোলানো দোলনায় পর্যটকরা দুললে জীবিকার যোগান জুটতো প্রতিবন্ধী রাজুর পরিবারের। কোনোদিন আবার একটি টাকাও জুটত না। আবার কোনদিন পাঁচ শ’ টাকাও পেত রাজু। ওখানকার পর্যটকদের ব্যবহৃত একটি ওয়াশরুমও পরিষ্কার করত রাজু। এই আয় দিয়ে প্রায় তিনটি বছর রাজুর সংসারের যোগান চলছিল, চলছিল ছোট্ট বোনের লেখাপড়া। প্রকৃতির দেওয়া নৈসর্গিক দৃশ্য পর্যটককে দেখার...