৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা ভূঁইগড় এলাকায় গতকাল সোমবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল পথচারীরা। দ্রুতগতিতে আসা একটি মালামাল ভর্তিট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের পশ্চিম পাশের লোহার রেলিং ভেঙে নিচের সড়কের ওপর বিপজ্জনকভাবে ঝুলে থাকে। এ ঘটনায় মোহর উদ্দিন মিয়া (৫০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর পরই ট্রাকটির চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুপুরে ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ওভারপাসের ওপর থাকা অবস্থায় হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং বিকট শব্দে রেলিং ভেঙে নিচে আছড়ে পড়ার উপক্রম হয়।এলাকার লোকজন জানান...